Kalyan Education Guide
Saturday, August 29, 2020
Thursday, August 27, 2020
স্কুলের লেখাপড়ায় দেশের অর্থনীতি, প্রস্তাব রিজার্ভ ব্যাঙ্কের
শিক্ষা পদ্ধতির মাধ্যমে কোর্স পাঠ্যক্রমের পরিপূরক করাও প্রয়োজনীয় যেখানে শিক্ষার্থীরা প্রাসঙ্গিক ক্রিয়াকলাপের মাধ্যমে দেশের অর্থনৈতিক বিষয়ে ধারণা নিতে পারবে।
ভারতীয় রিজার্ভ ব্যাংক (আরবিআই) ২০২০-২৫ অর্থনাতিক শিক্ষা নিয়ে জাতীয় স্তরে বেশ কিছু পদ্ধতি প্রকাশ করেছে। এটি আসন্ন পাঁচ বছরের জন্য কৌশলগত পরিকল্পনা। আরবিআই এই নতুন শিক্ষাব্যবস্থাকে স্কুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রবেশ করানোর জন্য পরামর্শ দিয়েছে। এটি জীবন দক্ষতায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
অর্থনৈতিক বিষয়ে লেখাপড়া শিক্ষার্থীদের কর্তব্য, গবেষণা, মৌলিক অধিকার, সম্পর্কে জ্ঞান প্রদান করবে।
আর বি আই বিজ্ঞপ্তিতে জানিয়েছে, “সারাদেশে স্কুল পাঠ্যক্রমগুলিতে অর্থনৈতিক শিক্ষার মডিউলগুলিকে সংহত করার প্রচেষ্টা চলছে। শিক্ষা পদ্ধতির মাধ্যমে কোর্স পাঠ্যক্রমের পরিপূরক করাও প্রয়োজনীয় যেখানে শিক্ষার্থীরা প্রাসঙ্গিক ক্রিয়াকলাপের মাধ্যমে দেশের অর্থনৈতিক বিষয়ে ধারণা নিতে পারবে।
Source:Indian Express News
Wednesday, August 26, 2020
সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়া কীভাবে সহজ করবে কেন্দ্রের এই নয়া নীতি? জেনে নিন খুঁটিনাটি
এবার থেকে কেন্দ্রীয় সরকারি চাকরির জন্য একটি কমন প্রিলিমিনারি পরীক্ষা দিতে হবে। যার ব্যবস্থা করবে মোদী সরকার নির্মিত ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি (এনআরএ)।
কেন এই এনআরএ-এর প্রয়োজনীয়তা?
এখনও পর্যন্ত কর্মপ্রার্থীদের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদে চাকরি পেতে গেলে একাধিক পরীক্ষায় বসতে হয়। কেন্দ্রীয় কর্মীবর্গ এবং প্রশিক্ষণ দফতরের সচিব সি চন্দ্রমৌলি জানান, প্রতিবছর ১.২৫ লক্ষ শূন্যপদের জন্য প্রায় আড়াই থেকে তিন কোটি প্রার্থীরা পরীক্ষায় বসেন। এখন এই নয়া নিয়ম যদি বলবৎ করা হয় তাহলে সুবিধা হবে প্রার্থীদেরই। এনআরএ আয়োজিত কমন এলিজিবিলিটি টেস্ট (সিইট)-এ উত্তীর্ণ হলে প্রাপ্ত নম্বর দিয়েই শূন্যপদগুলির জন্য আবেদন করতে পারবেন প্রার্থীরা।
সরকারী সমস্ত পরীক্ষাই কি পরিচালনা করবে এনআরএ?
প্রাথমিকভাবে গ্রুপ বি এবং সি (নন টেকনিক্যাল) পদের জন্য সিইটি পরীক্ষার মাধ্যমে বাচাই প্রক্রিয়া করা হবে। যা কি না আগে পরিচালনা করত স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি), রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (আরআরবি) এবং ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন (আইবিপিএস)। প্রিলিমিনারি পরীক্ষার পর যা পরীক্ষা হবে বাছাইয়ের ক্ষেত্রে সেগুলি পরিচালনা করবে উক্ত সংগঠনগুলি। এনআরএ-এর শীর্ষে থাকবেন কেন্দ্রীয় পর্যায়ের বা সমতূল্য পদমর্যাদার কোনও আমলা। এছাড়াও অবশ্যই থাকবেন এসএসসি, আরআরবি, আইবিপিএস-এর মতো প্রতিনিধিরা। সিইটি পরীক্ষা হবে তিনটি পর্যায়ে। স্নাতক মানের, উচ্চমাধ্যমিক মানের এবং মাধ্যমিক মানের উপর ভিত্তি করে।
প্রতিটি জেলায় জেলায় থাকবে পরীক্ষা কেন্দ্র?
পরীক্ষার্থীদের সুবিধার্থে দেশের প্রতিটি জেলায় এই পরীক্ষাকেন্দ্র তৈরি করা হবে। ১১৭টি জেলাকে ইতিমধ্যেই ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং সেখানে পরীক্ষাকেন্দ্রের পরিকাঠামো তৈরি করতে বিশেষ নজরও দেওয়া হয়েছে। সরকারের মত এর ফলে দেশের দু:স্থ কর্মপ্রার্থীরা লাভবান হবে। যাতায়াত, পরীক্ষার ফি, থাকা-খাওয়ার খরচ অনেকটাই সাশ্রয় হবে সব পদের জন্য যদি একটাই পরীক্ষা দিতে হয়।
এই সিইটি নম্বর কতদিন পর্যন্ত বৈধ থাকবে?
ফলাফল যেদিন প্রকাশিত হবে সেদিন থেকে ৩ বছর অবধি এই পরীক্ষার ফলাফলকে বৈধ হিসেবে ধরা হবে। একাধিক পরীক্ষায় বসতে পারেন প্রার্থী। তবে বৈধ স্কোরগুলির মধ্যে যেটি সবচেয়ে বেশি থাকবে প্রার্থীর বর্তমান স্কোর হিসাবে সেটিকেই গণ্য করা হবে। যদিও বয়সের উর্ধ্বসীমা রয়েছে। অনগ্রসর শ্রেণির ক্ষেত্রে ছাড় রয়েছে এই উর্ধ্বসীমায়।
কোন ভাষায় এই পরীক্ষা হবে?
কেন্দ্রীয় কর্মীবর্গ এবং প্রশিক্ষণ প্রতিমন্ত্রী জীতেন্দ্র সিং বলেন, “ভারতীয় দন্ডবিধির অষ্টম তফসিলি আইন অনুসারে সিইটি পরীক্ষা মোট ১২টি ভাষায় হবে।”
এর মাধ্যমে কি নিয়োগ প্রক্রিয়া আরও দ্রুত হবে?
সরকারের মতে একাধিক পদের জন্য একটি পরীক্ষার ফলে নিয়োগ প্রক্রিয়া সহজতর হবে। সিইটি স্কোর, মেডিকেল পরীক্ষার ভিত্তিতে অনেকটাই এগিয়ে থাকবে নিয়োগের কাজ।
Wednesday, July 29, 2020
Inclusive Education for Children With Special Needs (বিশেষ শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা)
Saturday, July 25, 2020
Guidance And Counselling
স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্ব (Operant Conditioning Theory of B.F. Skinner)
History of Education in Modern India
Friday, July 24, 2020
প্যাভলভের প্রাচীন অনুবর্তন তত্ত্ব(Mechanisms of Learning : Classical Conditioning Theory of Ivan Pavlov)
ভিডিওটি দেখার জন্য দয়া করে নীচের লিঙ্কে ক্লিক করুন(please click on the link below for seeing the video)
Thursday, July 23, 2020
Sunday, July 19, 2020
Important book for Child Development and Pedagogy
Stage of Learning (শিখনের স্তর)
Group Factor Theory of L.L Thurstone(থার্স্টোনের দলগত উপাদান তত্ত্ব)
TWO FACTOR THEORY OF SPEARMAN(স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব)
-
এবার থেকে কেন্দ্রীয় সরকারি চাকরির জন্য একটি কমন প্রিলিমিনারি পরীক্ষা দিতে হবে। যার ব্যবস্থা করবে মোদী সরকার নির্মিত ন্যাশনাল রিক্রুটমেন্...
-
শিক্ষা পদ্ধতির মাধ্যমে কোর্স পাঠ্যক্রমের পরিপূরক করাও প্রয়োজনীয় যেখানে শিক্ষার্থীরা প্রাসঙ্গিক ক্রিয়াকলাপের মাধ্যমে দেশের অর্থনৈতিক ব...
-
প্যাভলভের প্রাচীন অনুবর্তন তত্ত্ব(Mechanisms of Learning : Classical Conditioning Theory of Ivan Pavlov) ভিডিওটি দেখার জন্য দয়া করে নীচের ল...